×
তাকবিরে তাশরিক ও আরাফার দিবসের রোজা
#তাকবিরে তাশরিক ও আরাফার দিবসের রোজা
---------------------------------------------------------------_-👉
হাদিস বিশারদদের মতে সর্বোত্তম ও সর্বজনবিদিত তাকবিরে তাশরিকের শব্দ হলো-
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ্। (তাবারানী মুজামে কাবীর: হাদিস: ৯৫৩৮, মুসান্নাফ ইবনে আবী শায়বা: হাদিস: ৫৬৭৯)
✍️তাকবিরে তাশরিক আদায়ের পদ্ধতি:
--------------------------------------------------------
৯ জিলহজ্জ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ্জ আসর নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে/ না আদায় করে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।
জামাতে নামাজ আদায় হোক বা একাকি, পুরুষ বা নারী, মুকীম বা মুসাফির সকলের উপরই ওয়াজিব।
✍️আরাফার দিবসের রোজা:
-----------------------------------------
আরবি জিলহজ্জ মাসের ৯ম তারিখকে ইয়াওমে আরাফা বা আরাফার দিবস বলে।
আরাফার রোজা রাখার ব্যাপারে হাদিসে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। হাদিসের বিভিন্ন সূত্রে পাওয়া যায়- 👉হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) ইরশাদ করেন, আরাফার দিনের রোজার সওয়াব এক হাজার দিন রোজা রাখার সমান। (তারগিব)।
👉রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, 'ইয়াওমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করবেন'। (সহীহ মুসলিম, হাদিস নং- ১১৬২)
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র দিনগুলোর ফজিলত অর্জন করার তৌফিক দান করেন, আমীন।